কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
পাখির চোখ ২০২৬। তাই বাংলায় রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। বারবার আক্রান্ত হচ্ছেন বিরোধী নেতারা। প্রথমে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে উত্তেজনা বারুইপুরে। এরপর দিনহাটায় বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দেকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। আর এবার আক্রান্ত হতে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি তথা বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে। খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। মেজাজ হারিয়ে পুরনো রূপ ধারণ করলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ওরা কাজ করতে পারে না ঘেউ ঘেউ করে। তার দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সবাই তৃণমূলের লোকজন। এদিন গো ব্যাক স্লোগান দেয় বিক্ষোপকারীরা। এমনকি রাস্তার বোর্ডও ফেলে দেয়ার অভিযোগ ওঠে।
দলের রাজ্য সভাপতি থাকার সময় দিলীপ ঘোষ যখনই জেলায় জেলায় যেতেন তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হত । তবে কোনও ক্ষেত্রেই দিলীপ ঘোষ পিছু হঠতেন না। স্পষ্টতই রুখে দাঁড়াতেন তিনি । শুক্রবারও দেখা গেল দিলীপ ঘোষের সামনে যখন চিৎকার করছেন বিক্ষোভকারীরা, তখন একই ভাবে পালটা মেজাজ দেখাতে শুরু করেন দিলীপ ঘোষ।
সাংসদ থাকাকালীন রাস্তার জন্য যে টাকা দিয়েছিলেন সেই টাকায় তৈরি রাস্তার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ। এদিকে বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় মহিলাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।