কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে পঞ্চায়েত সচিবকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত বিজেপির অধীনে পরিচালিত।
জানা গেছে, বুধবার তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস দলবল নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন। অভিযোগ, কথোপকথনের মাঝেই আচমকা পঞ্চায়েত সচিব অরুণ কুমার চক্রবর্তীকে মারধর করা হয়। শুধু সচিব নন, গণ্ডগোল থামাতে এগিয়ে আসা আরও দু’জন কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়া, অফিসের কম্পিউটার ও গুরুত্বপূর্ণ সরকারি নথি লোপাট করারও অভিযোগ উঠেছে।
পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী জানান, তিনি সরকারি প্রয়োজনে শ্মশানঘাট পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর অনুগামীরা পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে সচিব ও দুই সরকারি আধিকারিককে বেধড়ক মারধর করেন। পাশাপাশি অফিসের কম্পিউটার ও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য লোপাট করা হয়।
ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিজেপি তীব্র নিন্দা জানিয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস। তাঁর দাবি, “আমাদের দলের পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে বিভিন্ন কাজ করা হচ্ছে। সেই বিষয়ে জানতে কিছু পঞ্চায়েত সদস্য কার্যালয়ে গিয়েছিলেন। এর বাইরে আমি কিছু জানি না।”
এদিকে, ঘটনায় তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ তদন্ত শুরু করেছে।