কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
হাওড়ার সাঁকরালের ধূলাগড়ে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ আগুন লাগে কারখানাটিতে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ চালিয়ে যাচ্ছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এবং পরিস্থিতি সামাল দিতে আরও দমকলের ইঞ্জিন আনা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূলাগড়ের সন্ধিপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ওই কারখানায় প্রথমে আগুন লাগলে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। তবে কারখানায় দাহ্য পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রথমে চারটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে আরও ছয়টি ইঞ্জিন যুক্ত হয়। তিন কিলোমিটার দূর থেকেও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
দমকল সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা তদন্ত করে দেখা হবে। এখনো পর্যন্ত কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। একদিন আগেই বাউড়িয়ায় একটি জুট মিলে আগুন লাগে, তার পরদিনই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।