কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
পুরুলিয়া, শুক্রবার: পুরুলিয়া জেলা ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত ডাক মেলার আনুষ্ঠানিক সূচনা হল পুরুলিয়া শহরের জেলা পরিষদ সভাগৃহে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা করেন মাননীয় পোস্টমাস্টার জেনারেল (আইপিওএস) রিজু গাঙ্গুলি।
এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট সমাজসেবী নেপাল মাহাত, পুরুলিয়া জেলার পোস্ট অফিস সুপারিনটেনডেন্ট নির্মল চন্দ্র সরেন, এবং ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বিগত বছরে উল্লেখযোগ্য কাজ করেছেন, তাঁদের বিশেষভাবে পুরস্কৃত ও সম্মানিত করা হয়েছে। এবারের ডাক মেলায় মোট ৩০ জন কর্মীকে পুরস্কৃত করা হয় তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।