কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
গত ৬ ই ফেব্রুয়ারি বলরাম কাণ্ডের ট্রেলারের মুক্তিতেই যেনো উন্মাদনার পারদ আকাশ ছুঁয়েছিল টলি পাড়ায়।
আর তারই রেস ধরে আজ ২০ শে ফেব্রুয়ারি ছবির প্রিমিয়ার হয়ে গেল কলকাতার এক অন্যতম প্রেখাগারে। ছবির এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির কাস্ট এবং ক্রু সহ ছবির নির্মাতা এবং অন্যান্য সহযোগী পরিচালকরা।
জানা যায় হাস্যরসে ভরা এই ছবি সম্পূর্ণটা শুট করা হয় নৈনিতালে, ছবির মুখ্য ক্যারেক্টার রজতাভ দত্ত অনুযায়ী সম্ভবত এই প্রথম বাংলা ছবি যা সম্পূর্ণভাবে শুট করা হয়েছে বাংলার বাইরে নৈনিতালে ।
ছবি প্রিমিয়ারে উপস্থিত থাকা মানুষের ভিড় অনেকটা ছবির ভবিষ্যৎ জানান দিচ্ছিল, তাই এবার সময়ের সাথে দেখার এই ছবির আগামী দিনের পারফরমেন্স।