spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

শিলিগুড়িতে পানীয় জল সমস্যার সমাধানে ৩০০ কোটির আম্রুত ২ প্রকল্পের সূচনা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

শিলিগুড়ি শহরের অন্যতম বড় সমস্যা হলো পানীয় জলের সংকট। প্রায়শই শহরের বিভিন্ন এলাকায় জলের সরবরাহ ব্যাহত হলে তীব্র অসুবিধার সম্মুখীন হতে হয় শহরবাসীদের। এই সমস্যা সমাধানে এবার কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় প্রায় ৩০০ কোটি টাকার আম্রুত ২ প্রকল্পের সূচনা করল শিলিগুড়ি পুরনিগম

ফুলবাড়িতে শুরু হলো নতুন জল পরিশোধন প্রকল্প

শুক্রবার ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যান্য পুরকর্তারা। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডের জল সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী পুরনিগম।

১৮ মাসের লক্ষ্যমাত্রা, দ্রুত সম্পন্ন করার চেষ্টা

এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার জন্য ১৮ মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে মেয়র গৌতম দেব জানিয়েছেন, এক থেকে দেড় বছরের মধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে

নতুন এই প্রকল্পের মাধ্যমে উন্নত মানের পানীয় জল পরিশোধন এবং সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিশোধিত জল শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে জলসংকটের সমস্যা আর না থাকে।

শহরবাসীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের প্রতিশ্রুতি

শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে পানীয় জলের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফলে, এই নতুন প্রকল্প শহরবাসীদের সুস্থ ও সুজল জীবনযাত্রা নিশ্চিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগের ফলে শিলিগুড়িবাসীরা আর জলসংকটে ভুগবেন না, বরং সারাবছর পর্যাপ্ত এবং বিশুদ্ধ পানীয় জল পাবেন।

পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হলে শিলিগুড়ির পানীয় জল সমস্যা অতীত হয়ে যাবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks