কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের তালিকায় ভাতের বদলে দেওয়া হলো মুড়ি ও চানাচুর। দীর্ঘদিন ধরে স্কুলটিতে পানীয় জলের তীব্র সংকট থাকায় রান্না করা সম্ভব হয়নি, ফলে বঞ্চিত হল ক্ষুদে পড়ুয়ারা।
৯ মাস ধরে অকেজো জল পাম্প, সমাধান নেই প্রশাসনের
বিদ্যালয়ের পানীয় জলের পাম্পটি প্রায় ৯ মাস ধরে অকেজো। গরম পড়তে না পড়তেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শুধু পানীয় জল নয়, মিড ডে মিল রান্নার জন্যও প্রয়োজনীয় জল নেই। স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের বিভিন্ন মহলে বারবার আবেদন জানালেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি। দূর থেকে জল সংগ্রহ করা কষ্টসাধ্য হওয়ায় বাধ্য হয়েই স্কুলে রান্নার পরিবর্তে মুড়ি-চানাচুর পরিবেশন করা হচ্ছে।
শিক্ষক-অভিভাবকদের উদ্বেগ
ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকায় অবস্থিত এই সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পানীয় জল না থাকায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। ব্যস্ত সড়কের ধারে অবস্থিত এই বিদ্যালয় থেকে ঝাড়গ্রাম স্টেডিয়াম, থানা ও বিডিও অফিস মাত্র কয়েক পা দূরে। তবুও প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, “আমরা বহুবার প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। জল ছাড়া স্কুল পরিচালনা করা অসম্ভব হয়ে উঠেছে।”
প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি
বিদ্যালয়ের পানীয় জল সংকট ও মিড ডে মিলের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। নইলে শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সকলে।