কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
-”
{+”|
২০২৫ সালের আইপিএল টুর্নামেন্ট আজ থেকে ইডেন গার্ডেনে শুরু হলো। সকাল থেকেই কলকাতায় বৃষ্টি পড়ছে, কিন্তু তাতেও ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা কমেনি। ইডেন গার্ডেনের গ্যালারিতে দর্শকদের ভিড় জমেছে প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে।
আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নেমেছেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। কোহলির খেলা দেখার জন্যও ইডেন গার্ডেনে উপস্থিত হয়েছেন অসংখ্য দর্শক, যাদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই।