কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শনিবার সকাল ৬টা নাগাদ নারকেলডাঙা রোডের একটি চারতলা বহুতলের নিচতলায় হঠাৎই আগুন লেগে যায়। সেখানে বিপুল পরিমাণে কাগজের বাক্স মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
নারকেলডাঙা এমনিতেই ঘিঞ্জি এলাকা হিসেবে পরিচিত, তাই সাত সকালে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। হোস পাইপের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নারকেলডাঙা থানার পুলিশও।
দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার জন্য, তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়। চলছে তদন্ত ।