কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন মোড়ে ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যানবাহন থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তা অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
কী অভিযোগ উঠেছে?
স্থানীয়দের দাবি, প্রতিদিন শ্রীনিকেতন মোড়ে যানবাহন আটক করে টাকা আদায় করেন সিভিক ভলেন্টিয়াররা। এদিনও একই ঘটনা ঘটলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ একজোট হয়ে প্রতিবাদে নামেন। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে, সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি
বিক্ষোভকারীদের একটাই দাবি— ট্রাফিক নিয়ন্ত্রণের নামে বেআইনি তোলাবাজি বন্ধ করতে হবে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাম করে এই ধরনের টাকা আদায় সম্পূর্ণ অবৈধ এবং প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রশাসনের হস্তক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোলপুর মহকুমার পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তাঁর আশ্বাসের পরই স্থানীয়রা অবরোধ তুলে নেন।
স্থানীয়দের আশঙ্কা
যদিও এই ঘটনায় সাময়িকভাবে সমাধান হয়েছে, তবে স্থানীয়দের আশঙ্কা যদি প্রশাসন কড়া ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে এলাকাবাসীর।