কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
মা ফ্লাইওভারে আবারও ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটল। গুরুতর আহত হয়েছেন বাইক চালক ও আরোহী।
সূত্রের খবর, এক তরুণী রাপিডো বাইকে চেপে হাওড়ার ডোমজুড় থেকে চাকরির পরীক্ষা দিতে টিসিএস-এর উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল। মা ফ্লাইওভারে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত রাপিডো চালককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং আরোহী তরুণীকে রুবির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে বাইকের সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় তরুণীর হেলমেট মা ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায়। আহত তরুণীর নাম আরিত ভারতী বলে জানা গিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।