কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আজ ভোরে নবান্নের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় রাস্তার উপর আড়াআড়ি ভাবে উল্টে গেল একটি কন্টেনার, যার ফলে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল যান চলাচল। ফলে স্কুলপড়ুয়া থেকে অফিসযাত্রী— সকলে চরম দুর্ভোগের শিকার হন।
সূত্রের খবর, শিবপুর মন্দিরতলা থেকে কলকাতামুখী লেনে আসার পথে কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার ফলে অ্যাপ্রোচ রোড সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কন্টেনার সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কন্টেনারটি বড় হওয়ায় রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।