কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
সিকিমের গ্রামীণ পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হল ট্রায়াল রান।
সিকিম সরকারের মুখপাত্র জানিয়েছেন, রাজ্যের অন্যতম প্রধান লক্ষ্য হল পর্যটন শিল্পকে আরও বিস্তৃত করা এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
এই উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন ধরণের অ্যাডভেঞ্চার ট্যুরিজম সংক্রান্ত কর্মশালা আয়োজন করা হয়। উল্লেখযোগ্যভাবে, এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজে সফল বাঞ্জি জাম্পিং এবং হট এয়ার বেলুন ফ্লাইটের পরীক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে— যা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) “সিকিম গ্রামীণ পর্যটন উৎসব ২০২৫”-কে এক নতুন মাত্রা দিতে চান।
পর্যটন দপ্তর এবং মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের যৌথ উদ্যোগে এই ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে, বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা।