কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
দক্ষিণ কলকাতার বিজেপির অন্তর্কলহ আরও তীব্র আকার ধারণ করেছে। গত রবিবার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাতের অন্ধকারে বিধাননগরে বিজেপি পার্টি অফিসের বাইরে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে একের পর এক পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারগুলিতে তাঁকে তৃণমূলের দালাল বলে কটাক্ষ করা হয়েছে এবং দ্রুত তাঁকে দল থেকে সরানোর দাবি তোলা হয়েছে।
রহস্যজনক পোস্টারবাজি, বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট
➡️ রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
➡️ তবে, এটি যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
➡️ দলীয় কর্মীদের একাংশ প্রকাশ্যে অনুপম ভট্টাচার্যের বিরোধিতায় সরব হয়েছেন।
➡️ তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে দলের অন্দরে।
এই ঘটনার পর দক্ষিণ কলকাতার বিজেপির অভ্যন্তরীণ বিভাজন আরও প্রকট হয়ে উঠল। দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেবে, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।