কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
দীঘায় জগন্নাথ মন্দিরের গেট নির্মাণের কাজ চলছে পুরোদমে। এই কারণে আগামী ২০ দিন ধরে ১১৬বি জাতীয় সড়কের (দীঘা রেল স্টেশন থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত) যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিকল্প পথ কী?
➡️ ওল্ড দীঘা ও নিউ দীঘায় যাতায়াতকারী পর্যটকদের জন্য বাইপাস রাস্তা ব্যবহার বাধ্যতামূলক।
➡️ স্টেশন থেকে ভগীব্রহ্মপুর রাস্তা ধরে ওল্ড দীঘা বা নিউ দীঘায় পৌঁছানো যাবে।
➡️ ছোট গাড়িগুলোর জন্য জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে বিকল্প রাস্তা চালু থাকবে।
মন্দির উদ্বোধনের আগে প্রস্তুতি তুঙ্গে
আগামী মাসেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। তার আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে নির্মাণকাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণামতে, ১১৬বি জাতীয় সড়কের ওপর জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার নির্মাণের কাজ শুরু হয়েছে সোমবার মধ্যরাত থেকে।
পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা
➡️ যারা ওল্ড দীঘায় যাবেন, তাদের দীঘা গেটের কাছে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটোর মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে হবে।
➡️ যারা নিউ দীঘা যাবেন, তাদের দীঘা গেট থেকে বাইপাস রাস্তা ধরে যেতে হবে।
যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও পর্যটকদের জন্য বিকল্প রাস্তা খোলা রাখা হয়েছে, ফলে চিন্তার কোনো কারণ নেই। বাইপাস রাস্তা বা ভগীব্রহ্মপুর রাস্তা ধরে অনায়াসেই দীঘায় যাতায়াত করা যাবে।