spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

বারুইপুরে ডাম্পিং গ্রাউন্ড থেকে বিষাক্ত ধোঁয়ার সমস্যা, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

বারুইপুরের রানাবেলিয়াঘাটার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এর ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা, পথচারীরা এবং গাড়িচালকরা। ধোঁয়ার কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। তবে, এত বড় সমস্যার পরও প্রশাসন কার্যত নির্বিকার

প্রতিদিন ধোঁয়ার জেরে অস্বস্তিকর পরিবেশ

➡️ পুরসভার ১৭টি ওয়ার্ডের সমস্ত আবর্জনা এখানে ফেলা হয়, যার ফলে জঞ্জালের স্তূপ ক্রমশ বাড়ছে
➡️ প্রতিদিন দুপুরের পর থেকেই কেউ বা কারা ওই আবর্জনায় আগুন ধরিয়ে দিচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া
➡️ এই ধোঁয়ার ফলে হাঁসফাঁস অবস্থা হচ্ছে পথচারীদের, অনেকের চোখ-মুখ জ্বালা করছে, এবং শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিচ্ছে
➡️ বয়স্ক বাসিন্দারা বিশেষভাবে অসুস্থ হয়ে পড়ছেন

ডাম্পিং গ্রাউন্ডের অবস্থান ও প্রভাব

বারুইপুর-কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড অবস্থিত। এটি ধপধপি ১ নম্বর পঞ্চায়েত ও পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে
এই ডাম্পিং গ্রাউন্ডের কিছু দূরেই অবস্থিত রানাবেলিয়াঘাটা হাই স্কুল। ফলে, ছাত্র-ছাত্রীদেরও এই সমস্যার মুখে পড়তে হচ্ছে

প্রশাসনের প্রতিক্রিয়া ও আশ্বাস

বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস জানিয়েছেন—
🔹 এই এলাকায় আশেপাশে তেমন বসতি নেই, তবে স্কুল রয়েছে কিছুটা দূরে
🔹 শীঘ্রই এখানে জৈব সার তৈরির কারখানা নির্মাণ করা হবে
🔹 কারখানা চালু হলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি

তবে, বাসিন্দাদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। বিষাক্ত ধোঁয়ার কারণে প্রতিদিন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks