কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আগামী ৬ই এপ্রিল সারা দেশে মহা শ্রদ্ধার সঙ্গে পালিত হবে রাম জন্মোৎসব। এই শুভ দিনে দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেবেন। যাতে উৎসবটি সুষ্ঠুভাবে পালিত হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে মদের দোকান বন্ধ রাখার দাবি জানিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
বুধবার, শিলিগুড়িতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে ১২ ঘণ্টা মদের দোকান বন্ধ রাখার দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি।
সংগঠনের নেতাদের হুঁশিয়ারি— যদি তাদের দাবিকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে বাধ্য হবে।