কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে একটি অবৈধ তেলের গোডাউনে বুধবার রাত ১১টা নাগাদ হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত শিলিগুড়ি দমকল বিভাগে খবর দেন। পরিস্থিতি মোকাবিলায় দমকলের তিনটি ইঞ্জিন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সৌভাগ্যক্রমে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।