কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের মুরিখাওয়া এলাকায় গরু পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আহত হলেন এক বিএসএফ জওয়ান। ঘটনায় এক পাচারকারীকে আটক করে তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ৪টি গরু।
বিএসএফ সূত্রে জানা গেছে, আজ ভোরে গরু পাচারকারীদের একটি দল ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা তাদের থামতে বললে, বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। কিন্তু একজন দুষ্কৃতী বিএসএফ জওয়ানের দিকে গুলি চালায়। ভাগ্যক্রমে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেললে, সে জওয়ানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরবর্তীতে অন্য বিএসএফ সদস্যরা এসে ওই পাচারকারীকে আটক করে। ধৃতের নাম মহম্মদ মোজাফফর হোসেন। তার হেফাজত থেকে ৪টি গরু, একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিএসএফ ধৃত পাচারকারীকে ফাঁসিদেওয়া পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে এবং পাচার চক্রকে নির্মূল করতে বিএসএফ নজরদারি জোরদার করেছে।