কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আজ ২৮ মার্চ, বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে DYFI। উত্তরবঙ্গের ৭ জেলার কর্মী-সমর্থকদের নিয়ে এই বিশাল আন্দোলন সংগঠিত হচ্ছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য হলো—
🔹 স্থায়ী কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণ
🔹 শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ
🔹 উত্তরবঙ্গে নতুন শিল্প স্থাপনের দাবি
জানা গেছে, অভিযানের নেতৃত্বে রয়েছেন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তার সঙ্গে থাকবেন রাজ্য নেতৃত্বের অন্যান্য সদস্যরাও।
অভিযান ঘিরে শিলিগুড়ির তিনবাতি মোড়ে আগেভাগেই পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
✅ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতি
✅ জলকামান ও অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখা হয়েছে
মূলত, শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসনের এই বাড়তি সতর্কতা বলে জানা গেছে। এখন দেখার, DYFI-এর এই আন্দোলন কতটা প্রভাব ফেলে রাজ্য সরকারের নীতিনির্ধারণে।