কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শূন্যপদে নিয়োগ সহ বিভিন্ন দাবিতে উত্তরকন্যা অভিযানে অংশ নেয় ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)। শুক্রবার শিলিগুড়িতে এই অভিযানকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনকারীদের আটকাতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টিয়ার গ্যাসের প্রয়োগ করা হয়।
এরপরও পরিস্থিতি শান্ত না হওয়ায় পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। পুলিশ জানিয়েছে, এই অভিযানের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। যখন আন্দোলনকারীদের উত্তরকন্যার দিকে অগ্রসর হতে বাধা দেওয়া হয়, তখন তারা পুলিশের উপর পাথর ছোড়ে। এই ঘটনায় এনজেপি থানার আইসি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক আধিকারিক গুরুতর আহত হন।
পুলিশ আরও জানিয়েছে যে, অনুমতি ছাড়া অভিযানে অংশ নেওয়ার কারণে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ প্রায় ২০ জন কর্মীকে আটক করা হয়েছে।
এই প্রসঙ্গে ডিসিপি বিশ্ব চাঁদ ঠাকুর জানান, “ডিওয়াইএফআই-এর আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।”