কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ি: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার দুই যুবক। মৃতদের নাম সুজয় বিশ্বাস ও শুভদ্বীপ মণ্ডল।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ফাঁসিদেওয়া থেকে সবজি বোঝাই গাড়ি নিয়ে শিলিগুড়ি এসেছিলেন ওই দুই যুবক। সবজি সরবরাহের পর বাড়ি ফেরার পথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন কাউয়াখালীর কাছে এশিয়ান হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ফাঁসিদেওয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ওই রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ ও সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।