spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

ফের রাস্তার মাঝে দাঁতালের দাপট, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, প্রাণে বাঁচলেন চার জন !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

বৃহস্পতিবার 3রা এপ্রিল 2025  বিকেলে ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায়। বেশ কিছুদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব বাড়ছে। কখনও ফসল নষ্ট করছে, কখনও বাড়িঘর ভাঙছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বাইক আরোহী গুপ্তমনীর দিক থেকে আসছিলেন। চুনপাড়া থেকে বাকড়া যাওয়ার মাঝামাঝি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে তার বাইকটি বিকল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই পাশের জঙ্গল থেকে আচমকা বেরিয়ে আসে এক দাঁতাল হাতি। বাইক আরোহীকে লক্ষ্য করে হাতিটি ধাওয়া করলে তিনি ও তার সঙ্গী কোনো রকমে বাইক ফেলে পালিয়ে প্রাণে রক্ষা পান। তবে বাইকটি আর রক্ষা পায়নি। দাঁতাল হাতিটি বাইকটিকে ভাঙচুর করে।

এছাড়াও, ওই সময় আরেকটি বাইকে থাকা দুই আরোহীও হাতির আক্রমণের হাত থেকে অল্পের জন্য বেঁচে যান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দেয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছান। হাতিটিকে রাস্তা থেকে সরিয়ে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করেন তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাতিটি জঙ্গলে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত জানান, “প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি, তবে মোটরসাইকেলটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বনদপ্তর ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। হাতিটি খাবারের সন্ধানে রাস্তায় চলে এসেছিল, পরে সেটিকে ফের জঙ্গলে পাঠানো হয়।”

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks