কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক বাংলাদেশি যুবক ও এক ভারতীয় ব্যক্তিকে গ্রেফতার করল এসএসবি। বৃহস্পতিবার পানিট্যাঙ্কি সীমান্তে মেচী নদীর কাছে টহলদারির সময়, একটি মোটরসাইকেলে থাকা দু’জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম মহম্মদ নইম, তিনি বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। তবে তার কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, ধৃত ভারতীয় ব্যক্তির নাম রমেন সিংহ, তিনি খড়িবাড়ির বাসিন্দা।
এসএসবি ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেয়। শুক্রবার বাংলাদেশি যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এছাড়া ধৃতদের হেফাজত থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে এসএসবি।