কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
চা বাগানের শ্রমিকদের বকেয়া বোনাস ইস্যুতে বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ট্রেড ইউনিয়ন ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক সম্পন্ন হয়। দুই পক্ষের মতামত শুনে আলোচনাকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন মন্ত্রী।
বৈঠকে পাহাড়ের আটটি ট্রেড ইউনিয়নের নেতৃত্ব অংশগ্রহণ করেন। মূলত চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, জমির পাট্টা এবং বন্ধ হয়ে যাওয়া বাগানগুলোর সমস্যা নিয়ে আলোচনা হয়, তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বকেয়া বোনাস পরিশোধ।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী মলয় ঘটক সন্তোষ প্রকাশ করে জানান, “ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। শ্রমিকদের স্বার্থে দ্রুত সমাধান খোঁজা হচ্ছে।” তিনি আরও জানান, আগামী ৯ তারিখ মালিকপক্ষের সঙ্গে কলকাতায় আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।