কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ির ফুলবাড়িতে ঘটল এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা। জটিয়াকালী মোড়ে একটি গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি চম্পাসাড়ি এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই মহিলা একটি বেসরকারি নার্সিংহোম থেকে আরেকজন মহিলার সঙ্গে স্কুটিতে করে শিলিগুড়ির দিকে ফিরছিলেন। সেই সময় একটি ১৪ চাকার বিশাল গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে ধাক্কা মারে এবং মহিলাটি গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ট্রাফিক পুলিশের গাফিলতি ও প্রশাসনিক নজরদারির অভাবেই ফুলবাড়ি ও জটিয়াকালী এলাকায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জনতা উত্তেজিত হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।
পুলিশ মৃতার সঙ্গে থাকা স্কুটিটি উদ্ধার করেছে এবং ঘাতক ট্যাঙ্কারটিকেও আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও মৃত মহিলার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।