spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সুলভ মূল্যের ক্যান্টিনের উদ্বোধন !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :


বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো সুলভ মূল্যের ক্যান্টিন। ক্যান্টিনটির উদ্বোধন করেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পঞ্চানন কুণ্ডু, হাসপাতালের সুপার ডাঃ অর্পণ গোস্বামী, বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার, সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

বহু প্রতীক্ষার পর সফল উদ্যোগ

দীর্ঘদিন ধরেই বাঁকুড়া মেডিকেল কলেজ চত্বরে একটি মানসম্মত ও সুলভ মূল্যের ক্যান্টিন স্থাপনের দাবি উঠছিল। আজ সেই দাবি বাস্তবায়িত হলো। হাসপাতালের সুপার ডাঃ অর্পণ গোস্বামী জানান,

“ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং রোগীর সঙ্গে আসা আত্মীয়দের কথা মাথায় রেখেই এই ক্যান্টিন চালু করা হয়েছে। এখানে সঠিক দামে মানসম্মত খাবার মিলবে।”

নির্ধারিত দামে মানসম্মত খাবার

ক্যান্টিনে প্রতিটি খাবারের মূল্য তালিকা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। রোগী বা তাঁর আত্মীয়রা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিলে বা নেওয়া হলে, সেই বিষয়ে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো যাবে।

ডাঃ গোস্বামী আরও জানান,

“খাবারের গুণমান ও মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এটি নিয়মিত নজরদারি চালাবে।”

চিকিৎসা কর্মীদের সুবিধা

এই ক্যান্টিন চালুর ফলে চিকিৎসক, নার্স, স্টাফসহ হাসপাতালের প্রতিটি কর্মী নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যকর খাবার পাওয়ার সুযোগ পাবেন। সুপার জানান,

“আমরা আশা করছি, এই উদ্যোগ চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে সাহায্য করবে।”

এই নতুন ক্যান্টিন শুধুই খাওয়া-দাওয়ার জায়গা নয়, বরং বাঁকুড়া মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks