spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

“চাকরি হারিয়ে ও লাঠিচার্জের প্রতিবাদে রিলে অনশনে শিক্ষকরা” !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিনিধি:

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো একাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মী বুধবার রাত থেকে কলকাতায় রিলে অনশন শুরু করেছেন। তাঁদের অভিযোগ, প্রকৃত ও জাল নিয়োগপ্রাপ্তদের পৃথক করতে প্রশাসনের ব্যর্থতা এবং প্রতিবাদের সময় পুলিশের লাঠিচার্জ তাঁদের প্রতি চূড়ান্ত অবিচার করেছে।

এই প্রতিবাদ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) সল্টলেকের আচার্য সদন ভবনের সামনে। বৃহস্পতিবার থেকে এই অবস্থান বিক্ষোভ রিলে অনশন হিসেবে রূপ নেয়।

একজন আন্দোলনকারী শিক্ষক বলেন, “একজন শিক্ষককে দিয়ে রিলে অনশন শুরু করেছি। পরবর্তী পদক্ষেপ খুব শিগগিরই ঘোষণা করব।”

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখে, যেখানে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে “দূষিত ও ত্রুটিপূর্ণ” বলে আখ্যা দিয়ে মোট ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করা হয়। এর ফলে হাজার হাজার কর্মচারী তাঁদের চাকরি হারান।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসন প্রকৃত নিয়োগপ্রাপ্ত ও জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছে।

একজন চাকরিচ্যুত শিক্ষক বলেন, “আমাদের দুর্দশার মূল কারণ SSC-র অক্ষমতা। তারা বুঝতেই পারেনি কারা জালিয়াতি করেছে আর কারা সঠিকভাবে নিয়োগ পেয়েছিল।”

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, বুধবার কাসবা DI অফিসে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাঁদের লাঠিচার্জ করে এবং ধাক্কাধাক্কি ও লাথি মারার মতো ঘটনা ঘটে।

একজন শিক্ষিকা বলেন, “আমাদের ঠেলে ফেলা হয়েছে, লাথি মারা হয়েছে। এটা কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় হওয়া উচিত নয়।”

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা “উস্কানিমূলক হামলা” চালিয়েছিল এবং ঘটনায় চারজন পুরুষ ও দুইজন মহিলা পুলিশ কর্মী আহত হয়েছেন।

শুধু কলকাতাই নয়, একই ধরনের প্রতিবাদ দেখা গেছে পূর্ব বর্ধমান, মালদা, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসগুলির সামনে। কোথাও শ্লোগান, কোথাও অবরোধ—শিক্ষকদের ক্ষোভ রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। একইসাথে আচার্য সদন ভবনেও প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ চলছে। কাজের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে।

এই ঘটনাগুলির ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও অস্থির হয়ে উঠেছে। হাজার হাজার পরিবার এই রায়ের ফলে অনিশ্চয়তার মুখে। তবুও আন্দোলনকারীরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং তাঁদের ব্যক্তিগত মামলাগুলির পূর্ণ পর্যালোচনার দাবি জানাবেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks