নিজেস্ব প্রতিনিধি ,মুম্বাই :
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর প্রথম তেলুগু ছবি ‘জাতাধারা’-র শ্যুটিং শেষ করলেন। অতিপ্রাকৃত থ্রিলারধর্মী এই ছবিটি পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ, যিনি ২০২৩ সালের ‘চেড্ডি গ্যাং তামাশা’ ছবির জন্য পরিচিত।
সুধীর বাবু-কে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই ছবিতে, যেখানে প্রবীণ অভিনেত্রী শিল্পা শিরোদকর-ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিওস।
মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সোনাক্ষী ছবির শ্যুটিং শেষ হওয়ার খবর জানান। তিনি লেখেন—
“আর একটা ছবির কাজ শেষ! আমার প্রথম তেলুগু ছবি #Jatadhara-এর শ্যুটিং শেষ হল… আর আমাদের টিম অসাধারণ কাজ করেছে! ভীষণ মজা করেছি, অনেক ধামাল হয়েছে… আর আমি মুখিয়ে আছি তোমাদের এটা দেখানোর জন্য!”
পোস্টে তিনি ছবির গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে প্রযোজক প্রেরণা অরোরা, জি স্টুডিওস, সহ-অভিনেতা সুধীর বাবু এবং পরিচালক ভেঙ্কট কল্যাণ-কে।
গত মাসে আন্তর্জাতিক নারী দিবসের দিনে জি স্টুডিওস সোনাক্ষীর এই নতুন প্রকল্পে যুক্ত হওয়ার খবর প্রকাশ করেছিল।
‘হীরামंडी’ সিরিজে অভিনয়ের মাধ্যমে সম্প্রতি নজর কেড়েছেন সোনাক্ষী। এবার দক্ষিণী ছবিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।