কলকাতা টাইমস নিউজ : নিজস্ব প্রতিনিধি :
উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বুধবার তীব্র তাপপ্রবাহ অনুভূত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের (IMD) দেওয়া তথ্যানুসারে, রাজস্থানের বারমেরে বিগত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দিল্লি এই মরসুমে এপ্রিল মাসে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে—২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৬ ডিগ্রি বেশি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থানে আগামী ২৪ ঘণ্টাও তীব্র তাপপ্রবাহ চলবে। তবে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১০ ও ১১ এপ্রিল বিকানের, জয়পুর, ভরতপুর ও জোধপুর ডিভিশনের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি ও ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দিল্লিতে বুধবার সকাল ৮:৩০ নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। একই সঙ্গে বায়ু দূষণ সূচক (AQI) ছিল ‘খারাপ’ স্তরে, রেকর্ড করা হয় ২৩৩।
আবহাওয়া দপ্তরের মতে, রাজধানীজুড়ে আংশিক মেঘলা আকাশ ও গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে) এবং হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। চম্বা, কুল্লু, লাহুল-স্পিতি ও কাংড়া অঞ্চলে বৃহস্পতিবার হালকা বৃষ্টি এবং শুক্রবার শিমলা, সোলান, সিমোর সহ আরও বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মধ্য পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার জানায়, ওইদিন অন্তত ৫৬টি মণ্ডলে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছিল।