spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় নারী হকি দল, প্রো লিগের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সিরিজ !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিনিধি:

২৬ এপ্রিল থেকে মে পর্যন্ত অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে যাচ্ছে ভারতের জাতীয় নারী হকি দল। এই সফরে তারা দুটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে এবং তিনটি ম্যাচ খেলবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সিনিয়র জাতীয় দলের (হকি রুজ) বিরুদ্ধে। সিরিজটি ভারতের জন্য ২০২৪–২৫ এফআইএইচ প্রো লিগের ইউরোপীয় পর্বের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

পার্থ হকি স্টেডিয়ামে সব ম্যাচ

এই পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার পার্থ হকি স্টেডিয়ামে। ভারতীয় দল তাদের সফর শুরু করবে ২৬ ২৭ এপ্রিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ দিয়ে। এরপর ১, মে তারা মুখোমুখি হবে হকি রুজদের।

সফর সূচি (ভারত বনাম):

  • ২৬ এপ্রিল: অস্ট্রেলিয়া ‘এ’

  • ২৭ এপ্রিল: অস্ট্রেলিয়া ‘এ’

  • ১ মে: হকি রুজ

  • ৩ মে: হকি রুজ

  • ৪ মে: হকি রুজ

র‌্যাঙ্কিং সাম্প্রতিক ফর্ম

ভারতের নারী দল বর্তমানে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে নম্বরে অবস্থান করছে। ঘরের মাঠে তারা সম্প্রতি দারুণ আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে—বিশ্বের এক নম্বর দল নেদারল্যান্ডসকে ভুবনেশ্বরে ২-২ গোলে আটকে রেখে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতের দল।

ঐতিহাসিক সাফল্য প্রতিদ্বন্দ্বিতা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্মরণীয় জয়গুলোর মধ্যে অন্যতম হলো ২০২১ টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে গোলের ঐতিহাসিক জয়। যদিও ২০২২ কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে টাইব্রেকারে হেরে যায় ভারত, তবে ২০২৩২৪ এফআইএইচ প্রো লিগে তারা আবার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রমাণ করে দেয় তারা কতটা প্রস্তুত।

পরিসংখ্যান বলছে, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১৬টি ম্যাচ হয়েছে, যেখানে ১০টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, ভারত জিতেছে মাত্র ৩টি, এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে।

কোচের মন্তব্য প্রস্তুতি

ভারতীয় দলের প্রধান কোচ হরেন্দ্র সিংহ বলেন,
“অস্ট্রেলিয়া সফর আমাদের ইউরোপীয় প্রো লিগ পর্বের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা আমাদের খেলোয়াড়দের নিজেদের মেলে ধরার সুযোগ দেবে এবং আমাদের দলের আসল অবস্থান নির্ধারণে সাহায্য করবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমরা যেমন আত্মবিশ্বাস দেখিয়েছি, তেমনটাই ধরে রাখতে চাই।”

তিনি আরও যোগ করেন,
“অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচগুলো সবসময়ই চ্যালেঞ্জিং হয়। যদিও তারা অতীতে কিছুটা এগিয়ে ছিল, সাম্প্রতিক সময়ে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি। দল এখন বেঙ্গালুরুর ক্যাম্পে কঠোর পরিশ্রম করছে, কৌশলগত উন্নতি ও একাগ্রতায় ঘষেমেজে নিচ্ছে নিজেদের।”

প্রস্তুতি শিবিরে কঠোর অনুশীলন

ভারতীয় নারী হকি দল বর্তমানে বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI) ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ব্যস্ত রয়েছে। ম্যাচ-পূর্ব প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে দলগত সমন্বয়, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ও পেনাল্টি কর্নার রূপান্তরে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks