কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিবেদন:
বোলারদের দীর্ঘদিনের অভিযোগ ও ব্যাটসম্যানদের অতিরিক্ত সুবিধার প্রশ্নে এবার এক বড় পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ৫০ ওভারের ক্রিকেটে দীর্ঘদিন চালু থাকা দুই নতুন বল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনে এক বল ব্যবহারের প্রস্তাব দিয়েছে আইসিসি ক্রিকেট কমিটি। এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
এই প্রস্তাবটি চূড়ান্ত করার আগে আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের অনুমোদন প্রয়োজন। আগামী রবিবার জিম্বাবোয়ের হারারে শহরে বসবে বোর্ডের বৈঠক, সেখানেই এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
দুই বলের সমস্যাটা কোথায়?
বর্তমানে ওডিআইতে দুটি নতুন কুকাবুরা বল ব্যবহার করা হয়—একটি করে দুই প্রান্ত থেকে। ফলে বল পুরো ম্যাচে বেশি সময় কঠিন ও চকচকে থাকে, যা ব্যাটসম্যানদের সুবিধা দেয়।
৩০ গজের বাইরে মাত্র চার জন ফিল্ডার থাকার নিয়মে এমনিতেই বোলাররা চাপে থাকেন, তার উপর নতুন বল ব্যাটসম্যানদের সহজে বড় শট খেলতে সাহায্য করে।
এছাড়া, নতুন বলের কারণে রিভার্স সুইং কার্যত হারিয়ে গিয়েছে ওডিআই ক্রিকেট থেকে। রিভার্স সুইং সাধারণত বল পুরনো হলে, অর্থাৎ অন্তত ৩৫ ওভার খেলার পর দেখা যায়। কিন্তু দুটি নতুন বল ব্যবহারের ফলে একটি বল মোটে ২৫ ওভার পর্যন্তই খেলা হয়, যা রিভার্স সুইংয়ের সুযোগই দেয় না। এতে স্পিনাররাও অসুবিধায় পড়েন, কারণ নতুন এবং শক্ত বল স্পিন করাতে সমস্যা হয়।
প্রসঙ্গত, শচীন তেন্ডুলকর-সহ একাধিক কিংবদন্তি ক্রিকেটার আগেই দুই বল ব্যবহারের বিরুদ্ধে মুখ খুলেছেন।
নতুন নিয়ম কেমন হতে পারে?
সূত্র অনুযায়ী, একটি সম্ভাব্য প্রস্তাব অনুযায়ী, ২৫ ওভার পর্যন্ত দুটি বল ব্যবহার করা যেতে পারে। এরপর বোলিং দলকে সুযোগ দেওয়া হবে যে দুটি বলের মধ্যে যেটি তারা চাইবে, সেটি ব্যবহার করে ম্যাচের বাকি অংশ বল করবে।
টেস্টে টাইম ক্লক:
ক্রিকেট কমিটি আরও দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে।
১) টেস্ট ম্যাচে ওভার রেট বজায় রাখতে টাইম ক্লক চালু করা।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতির অনুমতি থাকবে।
এছাড়া, দিনে ৯০ ওভার সম্পূর্ণ করার সময়সীমাও নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে ধীরগতির জন্য নির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে। যেমন, নির্ধারিত সময়ের পর ম্যাচ চললে শেষ ওভারে এক জন অতিরিক্ত ফিল্ডারকে বৃত্তের মধ্যে আনতে হয়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফরম্যাট পরিবর্তনের ভাবনা:
ক্রিকেট কমিটির তৃতীয় সুপারিশটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে। প্রস্তাব উঠেছে যে, এই প্রতিযোগিতাটি ৫০ ওভারের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে করা হোক।
কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান সময়ের ফ্র্যাঞ্চাইজি-নির্ভর টি-টোয়েন্টি দুনিয়ায় উঠতি খেলোয়াড়দের জন্য ছোট ফরম্যাটে বেশি সুযোগ তৈরি হয়। অনেক সময়েই দেখা যায়, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৫০ ওভার ও লম্বা ফরম্যাটে খেলা খেলোয়াড়েরা টি-টোয়েন্টির দ্রুত গতির সঙ্গে মানিয়ে নিতে পারেন না।
পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবোয়েতে।