কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিবেদন:
ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সলমন খান। সোমবার সকালে মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে হত্যা এবং তাঁর গাড়িতে বোমা ফাটানোর হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সলমনের বাড়ি বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। হুমকির বার্তাটি পেয়ে ইতিমধ্যেই বান্দ্রা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। পাশাপাশি হোয়াটসঅ্যাপ মেসেজটি কোথা থেকে পাঠানো হয়েছে, তার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
এই নিয়ে গত দুই বছরে পঞ্চমবার প্রাণনাশের হুমকি পেলেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা। এর আগে সবচেয়ে বড় হুমকির ঘটনা ঘটে গত বছর, যখন সলমনের বাড়ির বাইরে গুলি চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনার সঙ্গে বিশনোই গ্যাংয়ের যোগ থাকার কথা উঠে এসেছিল। এরপর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়।
প্রসঙ্গত, সলমন ও তাঁর বাবা সেলিম খান বিগত কয়েক বছরে একাধিকবার হুমকি পেয়েছেন। তদন্তকারীদের দাবি, আগেও সলমনের পানভেল ফার্মহাউসে তাঁকে হত্যার ছক কষা হয়েছিল। অভিযুক্তরা সেখানে নজরদারি চালিয়েছিল।
সলমনের বিরুদ্ধে ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। বিশনোই সম্প্রদায়, যারা এই প্রাণীটিকে পবিত্র বলে মানে, সেই ঘটনার জেরে ক্ষুব্ধ। গ্যাংস্টার লরেন্স বিশনোই বারবার সলমনকে হুমকি দিয়েছে এবং দাবি করেছে, তাঁকে রাজস্থানে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।
যদিও আদালত সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার মামলাটি খারিজ করেছে, তবুও হুমকির রেশ কমেনি। এই ঘটনার পর আবারও নতুন করে প্রশ্ন উঠেছে তাঁর নিরাপত্তা নিয়ে।
অন্যদিকে সলমনকে শেষ দেখা গিয়েছে পরিচালক এ.আর. মুরুগাদোসের কামব্যাক ছবি সিকান্দার-এ, যা মুক্তি পেয়েছে এবারের ঈদে। ছবিটি ভারতের বক্স অফিসে ₹১০৯ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ₹২০০ কোটি আয় করেছে। তবে বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ছবিটি ₹২৫০ কোটির গণ্ডি ছুঁতে পারবে না।