কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিনিধি :
ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর ডাকে সোমবার কলকাতা অভিযানের কর্মসূচি ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। আন্দোলনকারীদের শহরে আসতে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সকাল থেকেই ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক ISF কর্মী-সমর্থক জড়ো হন। তাঁদের উদ্দেশ্য ছিল কলকাতার ওয়াকফ বোর্ডের দফতরের দিকে মিছিল করে যাওয়া এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তবে পথেই রুখে দাঁড়ায় পুলিশ। গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কিছু জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ না করলেও পরিস্থিতি সামাল দিতে র্যাফ মোতায়েন করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলে। উত্তেজনা ছড়ায় এলাকায়। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ISF নেতৃত্বের দাবি, “ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। মুসলিম সমাজের স্বার্থে আন্দোলন জারি থাকবে।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “অবৈধভাবে রাস্তা অবরোধ এবং আইন ভাঙার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকলেও, প্রশাসনের কড়া নজরদারিতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে আগামী দিনে আবারও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ISF নেতৃত্ব।