কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিবেদন:
সোমবার সকালেই ‘ওয়াই চ্যানেল’ এলাকা থেকে দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে রওনা দিলেন পশ্চিমবঙ্গের চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো ২৫,৭৫২ জন শিক্ষকের মধ্যে একাংশ এবার সরাসরি রাজধানীতে গিয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৬ এপ্রিল দিল্লির যন্তর মন্তরের সামনে এই ধর্নার কর্মসূচি অনুষ্ঠিত হবে।
চাকরি হারানোদের তরফ থেকে জানানো হয়েছে, আর্থিক অসুবিধার কারণে দেড়শ জনকে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে প্রায় ৭০ থেকে ৭৫ জন শিক্ষক-শিক্ষিকা ইতিমধ্যেই দিল্লি যাত্রা শুরু করেছেন। কেউ কেউ ট্রেনে গিয়েছেন, আবার কেউ যাচ্ছেন ভাড়া করা বাসে। যাত্রীবাহী সেই বাসগুলোর সামনেই ঝুলছে একটি বড় ব্যানার, যাতে লেখা— “হাম ভ্রষ্টাচার কে খিলাফ”— অর্থাৎ, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে।’
ব্যানারে আরও লেখা রয়েছে— “পশ্চিমবঙ্গের যোগ্য এবং নির্দোষ শিক্ষকরা নিজেদের হারানো চাকরি ও সম্মান পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন।” সেই দাবিকেই সামনে রেখে এবার দেশের রাজধানীতে নিজেদের অবস্থান জানান দিতে চলেছেন এই শিক্ষকরা।
ধর্না কর্মসূচির জন্য দিল্লি পুলিশ দেড়শ জনের বসার অনুমতি দিলেও, বাস্তব পরিস্থিতির কারণে সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তবুও যাঁরা যাচ্ছেন, তাঁদের দাবি একটাই— ন্যায়বিচার এবং চাকরিতে পুনর্বহাল।
চাকরি হারানো এক শিক্ষক বলেন, “আমরা শিক্ষিত, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম। আদালতের নির্দেশে চাকরি চলে গেছে, কিন্তু দুর্নীতির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তাই এখন পথে নেমেছি আমাদের সম্মান ফিরে পেতে।”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের জেরে ২০২৩ সালে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরে নিযুক্ত হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছিল। এবার সেই আন্দোলন পৌঁছল দেশের রাজধানীতে।