কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ওয়াকফ (সংশোধনী) আইনকে কেন্দ্র করে ধুলিয়ান শহরে হিংসাত্মক প্রতিবাদের জেরে যে অশান্তি ছড়িয়েছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত এই শহরে গত ১১ এপ্রিল উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দোকানপাট ও গাড়ি, সম্পত্তি নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার।
ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (BSF) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
স্থানীয় বাসিন্দারা শান্তি ফেরানোর কাজে বিএসএফ ও সিআরপিএফ-এর তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। মুর্শিদাবাদের ব্যবসায়ী মহলের একাংশ জানান, “আপনারা যেভাবে নিয়ন্ত্রণ এনেছেন, তা প্রশংসনীয়।”
ধুলিয়ান সংলগ্ন শমসেরগঞ্জের এক দোকানদার হাবিব-উর-রহমান বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক। প্রশাসন আমাদের দোকান খোলার অনুরোধ করেছে। এখন আমরা অনেকটাই নিশ্চিন্ত।”
প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, দোকান-বাজার ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।
এখনও পর্যন্ত নিরাপত্তা রক্ষীরা এলাকায় টহল দিচ্ছেন। যে কোনও গুজব বা উত্তেজনা রুখতে প্রশাসন রয়েছে সতর্ক। পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা চাই সকলে শান্তি বজায় রাখুক, কেউ গুজবে কান দেবেন না। আইনশৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”