spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

মেঘনা গুলজারের নতুন থ্রিলার ‘দায়রা’-তে একসাথে করিনা ও পৃথ্বীরাজ !

কলকাতা টাইমস নিউজ  ডেস্ক :

লিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান এবং দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন এবার একসাথে পর্দায় আসতে চলেছেন পরিচালক মেঘনা গুলজারের আসন্ন ক্রাইম-ড্রামা থ্রিলার ‘দায়রা’-তে। সমাজের জটিল বাস্তবতা, অপরাধ, শাস্তি ও ন্যায়বিচারের চিরন্তন দ্বন্দ্বকে ঘিরে তৈরি হয়েছে ছবির কাহিনি।

ছবির প্রযোজনা সংস্থা জঙ্গলি পিকচার্স জানিয়েছে, ‘দায়রা’ হবে একটি চমকপ্রদ ও ভাবনা জাগানো চলচ্চিত্র। এটি মেঘনা গুলজার, সিমা আগরওয়াল ও যশ কেশওয়ানির যৌথ রচনায় নির্মিত।

২৫ বছর পূর্ণ করে হিন্দি চলচ্চিত্রে নতুন অধ্যায়ে প্রবেশ করছেন করিনা কাপুর খান। এই প্রসঙ্গে করিনা বলেন,“মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই এক স্বপ্নপূরণ। তাঁর ‘তালভার’ ও ‘রাজ়ি’-র মতো ছবির আমি ভীষণ ভক্ত। ‘দায়রা’-র গল্পটি যেমন সাহসী, তেমনই চ্যালেঞ্জিং ও প্রাসঙ্গিক।”
তিনি আরও বলেন, পৃথ্বীরাজের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি আনন্দিত।

অন্যদিকে, L2: এম্পুরান খ্যাত মালয়ালম সুপারস্টার পৃথ্বীরাজ বলেন,“গল্পটি শুনেই আমি বুঝে গিয়েছিলাম, এই ছবিতে আমাকে থাকতে হবে। আমার চরিত্রটি বহুস্তরবিশিষ্ট এবং দর্শকদের সাথে এক গভীর সম্পর্ক তৈরি করবে বলে বিশ্বাস।”

পরিচালক মেঘনা গুলজার জানান, “এই গল্পটি আমাদের সমাজ ও তার ভিতরে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রতিফলন তুলে ধরে। সাদা-কালোর মধ্যেকার ধূসরতাকে উদঘাটন করতে গিয়ে আমরা চরম চ্যালেঞ্জ ও সৃজনশীল আনন্দের মুখোমুখি হয়েছি। করিনা ও পৃথ্বীরাজ এই চরিত্রগুলিকে জীবন্ত করে তুলবেন বলেই বিশ্বাস।”

জঙ্গলি পিকচার্সের সিইও, অমৃতা পাণ্ডে বলেন,“মেঘনার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও গল্প বলার দক্ষতা তাঁকে এক অসাধারণ নির্মাতা করে তোলে। করিনা ও পৃথ্বীরাজের মতো স্বপ্নের কাস্টিং পাওয়া আমাদের সৌভাগ্য।”

বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এর শুটিং শুরু হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks