spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

মেট্রোতে শ্লীলতাহানি: অভিযুক্তকে জুতোপেটা করে পুলিশের হাতে তুললেন মহিলা যাত্রীরা !

কলকাতা টাইমস নিউজ  ডেস্ক :


সোমবার রাতে নেতাজি (কুদঘাট) মেট্রো স্টেশনে হইচই পড়ে যায়, যখন ভিড়ভাট্টা মেট্রো ট্রেনে দুই মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্ষুব্ধ মহিলা যাত্রীরা অভিযুক্তকে জুতোপেটা করে রেল পুলিশ বাহিনীর হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রো ট্রেনের ভিড়ের মধ্যে একাধিক মহিলার গায়ে অশালীনভাবে হাত দেওয়ার চেষ্টা করছিলেন। প্রথমে রবীন্দ্র সরোবর স্টেশনে এক মহিলা প্রতিবাদ জানান। এরপর মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনে আরও এক যাত্রী একই ধরনের অভিযোগ করেন।

পরে অভিযুক্ত ব্যক্তি আরেক মহিলার সঙ্গে একই আচরণ করার চেষ্টা করলে, সহযাত্রীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। ট্রেন কুদঘাট স্টেশনে পৌঁছতেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে বলে জানায় পুলিশ। কিন্তু তখনই একাধিক মহিলা যাত্রী ও অন্যান্য সহযাত্রী মিলে তাঁকে ধরে ফেলেন এবং মারধর শুরু করেন। কিছু মহিলাকে অভিযুক্তের মুখে ও শরীরে জুতো মারতে দেখা যায়।

পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তকে আটক করা হয়। ভুক্তভোগী মহিলাদের পক্ষ থেকে রেল পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিনের ঘটনার পর বেশ কয়েকজন মহিলা যাত্রী মেট্রোতে দিনের পর দিন বাড়তে থাকা শ্লীলতাহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত, অফিস টাইমে বা সন্ধেবেলা ভিড়ের সময় এই ধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ।

রেল পুলিশ জানিয়েছে, তারা নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মেট্রোর প্রতিটি কোচে সিসিটিভি ও হেল্পলাইন নম্বর সচল রাখার দিকেও জোর দেওয়া হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks