কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক শুটিং ক্রীড়া ফেডারেশন (ISSF)-এর বিশ্বকাপের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হচ্ছে পেরুর রাজধানী লিমায়। এই প্রতিযোগিতায় ভারতীয় শুটাররা আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লক্ষ্যে নামছেন। বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত প্রথম পর্বে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের পর লিমা বিশ্বকাপেও স্বর্ণপদক জয়ের আশায় বুক বাঁধছেন দেশবাসী।
গত সপ্তাহে আর্জেন্টিনায় শেষ হওয়া প্রথম পর্বে ভারত দ্বিতীয় স্থান দখল করে চারটি সোনা সহ মোট আটটি পদক জিতেছিল, যেখানে চীন ছিল এক নম্বরে। সেই দুর্দান্ত পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই ৩৫ সদস্যের ভারতীয় দল অংশ নিচ্ছে এই বিশ্বকাপে।
প্রতিযোগিতার প্রথম দিনেই মহিলা ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে মঞ্চে নামবেন মনু ভাকের, সারুচি ও সৈন্যম। অন্যদিকে, পুরুষদের বিভাগে সৌরভ চৌধুরী, বরুণ তোমার ও রবীন্দ্র পদকের লক্ষ্য নিয়ে অংশ নেবেন। এই দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে আজই।
বিশ্বের ৪৩টি দেশের প্রায় ৪০০ শুটার অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। ১৫টি ইভেন্টে রাইফেল, পিস্তল ও শটগান বিভাগে পদক জয়ের জন্য লড়বেন প্রতিযোগীরা। এই বিশ্বকাপের ফলাফল বছরের শেষে অনুষ্ঠিতব্য ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।
চেক প্রজাতন্ত্র এইবার শক্তিশালী দল পাঠিয়েছে, যার মধ্যে রয়েছেন জিরি প্রিভ্রাটস্কি, যিনি আগের পর্বে ছিলেন না। তাছাড়া চীন, আমেরিকা, ইতালি, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, চাইনিজ তাইপে ও অস্ট্রেলিয়া-র মতো শুটিং পরাশক্তিরা আবারও লিমায় অংশ নিচ্ছে।
মঙ্গলবার শুরু হচ্ছে পুরুষ ও মহিলা স্কিট বিভাগের প্রথম কোয়ালিফায়ার রাউন্ড (৫০ টার্গেট)। পুরুষদের স্কিটে ভারতের ভরসা অনন্ত জীত সিং নারুকা, ভাবতেগ গিল ও গুরজোত খাঙ্গুরা। মহিলাদের বিভাগে অংশ নিচ্ছেন রায়জা ঢিল্লন, গণেমত সেখোঁন ও দর্শনা রাঠোর।
লিমার আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিতে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যেও প্রতিযোগিতার আগ্রহ রয়েছে। আয়োজক পেরু পাঠিয়েছে ৩৭ সদস্যের একটি দল। এছাড়াও ব্রাজিল, গুয়াতেমালা, চিলি-র মতো দেশরাও পরিচিত পরিবেশে ভালো ফল করতে চাইছে।
ভারতীয় দল এবার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে — দেশবাসীর চোখ তাই এখন লিমার দিকেই।




