spot_img
30 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

আগস্টে বাংলাদেশ সফরে যাছে ভারত, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ !

কলকাতা টাইমস নিউজ :নিজস্ব প্রতিনিধি :

 গামী আগস্ট মাসে এক উত্তেজনাপূর্ণ হোয়াইট-বল সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ঘোষিত সূচি অনুযায়ী, তিনটি একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ নিয়ে এই সিরিজ অনুষ্ঠিত হবে।

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে এবং সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই যথাক্রমে ২০ আগস্ট মিরপুরে এবং ২৩ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ওডিআই সিরিজ শেষে শুরু হবে টি-২০ সিরিজ, যা বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ হতে চলেছে। প্রথম টি-২০ ম্যাচটি হবে ২৬ আগস্ট চট্টগ্রামে। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ—২৯ আগস্ট ও ৩১ আগস্ট—মিরপুরে অনুষ্ঠিত হবে।

২০২৪ সালে সর্বশেষ টি-২০ সিরিজে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সেই সিরিজে স্বাগতিক ভারত ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। তবে ২০২২ সালের সর্বশেষ ওডিআই সিরিজে ভারত বাংলাদেশে সফর করে ২-১ ব্যবধানে হেরে যায়, যা এখনও স্মরণীয় এক সাফল্য বাংলাদেশের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আসন্ন সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণীয় ও প্রত্যাশিত একটি ইভেন্ট। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ফরম্যাটেই এক মানদণ্ড স্থাপন করেছে। দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই সিরিজ উপভোগ করবেন বলে আমি নিশ্চিত। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, আর এবারও দর্শকরা ঠিক তেমনই রোমাঞ্চকর একটি সিরিজ উপহার পাবে।”

ভারতের বাংলাদেশ সফরের পূর্ণ সূচি:

📌 ওডিআই সিরিজ
▪ প্রথম ওডিআই – ১৭ আগস্ট, মিরপুর
▪ দ্বিতীয় ওডিআই – ২০ আগস্ট, মিরপুর
▪ তৃতীয় ওডিআই – ২৩ আগস্ট, চট্টগ্রাম

📌 টি-২০ সিরিজ
▪ প্রথম টি-২০ – ২৬ আগস্ট, চট্টগ্রাম
▪ দ্বিতীয় টি-২০ – ২৯ আগস্ট, মিরপুর
▪ তৃতীয় টি-২০ – ৩১ আগস্ট, মিরপুর

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এটি একটি দারুণ উপলক্ষ, বিশেষ করে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টি-২০ সিরিজ আয়োজন। দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা, ঐতিহাসিক ম্যাচ এবং সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে আগামীর এই সিরিজ ক্রিকেটবিশ্বের নজর কাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks