spot_img
30 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

ISSF বিশ্বকাপে সোনা জয় করলেন সুরুচি ও সৌরভ, অল্পের জন্য পদক হাতছাড়া মনু-রবীন্দরের !

কলকাতা টাইমস নিউজ  ডেস্ক : লিমা (পেরু):

ইএসএসএফ বিশ্বকাপে ভারতের তরুণী শ্যুটার সুরুচি ইন্দর সিংহ ও অলিম্পিয়ান সৌরভ চৌধুরী ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক জয় করলেন। টুর্নামেন্টে ব্যক্তিগত বিভাগেও সুরুচি জয় করেছেন সোনার পদক। অন্যদিকে, মনু ভাকের একক বিভাগে রূপো পেলেও মিক্সড টিম ইভেন্টে রবীন্দর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন।

লাস পালমাস শ্যুটিং রেঞ্জে অনুষ্ঠিত ফাইনালে চীনের কিয়ানশুন ইয়াও ও কাই হু জুটিকে ১৭-৯ ফলে হারিয়ে সোনা জিতে নেয় সুরুচি-সৌরভ জুটি। ম্যাচের শুরুতে পিছিয়ে থাকলেও কোচ সমরেশ জংয়ের সময়োচিত টাইমআউটের পর ম্যাচে ফেরে ভারতীয় দল।

ফাইনালে সুরুচির ধারাবাহিক পারফরম্যান্স এবং সৌরভের ১০.৯-এর মতো নিখুঁত শট প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। স্কোর যখন ৯-৯ এ সমান ছিল, তখন ধারাবাহিকভাবে পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দখলে আনে ভারতীয় জুটি। শেষ রাউন্ডে সুরুচির ১০.৬ ও সৌরভের ১০.৫ স্কোর নিশ্চিত করে ভারতের সোনা জয়।

এদিনের আগেই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৪-শটের ফাইনালে ২৪৩.৬ পয়েন্ট পেয়ে সোনা জিতেছিলেন সুরুচি। মনু ভাকের পেয়েছেন ২৪২.৩ পয়েন্ট ও রূপো। তৃতীয় স্থানে চীনের ইয়াও কিয়ানশুন।

বুয়েনোস আয়ার্সে মৌসুমের শুরুতে অনুষ্ঠিত বিশ্বকাপেও সোনা জিতেছিলেন সুরুচি, সেখানেও মিক্সড টিমে সৌরভের সঙ্গে ব্রোঞ্জ পেয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার প্রমাণ রেখে চলেছেন হরিয়ানার ঝাজ্জরের এই তরুণী।

সেই প্রতিযোগিতায় সুরুচি কোয়ালিফায়ারে দ্বিতীয় এবং মনু চতুর্থ স্থানে ছিলেন। ফাইনালের শুরুতেই সুরুচি দ্রুত দ্বিতীয় স্থানে উঠে এলেও কিছুটা সময় চীনের শ্যুটাররা এগিয়ে ছিলেন। তবে মাঝপর্ব থেকে প্রতিপক্ষের ফোকাস হারানোর সুযোগে সুরুচি ও মনু উভয়েই প্রথম ও দ্বিতীয় স্থানে উঠে আসেন।

মনু ভাকের কিছু নিম্ন স্কোরের কারণে শেষপর্যন্ত সুরুচি এগিয়ে যান এবং দু’টি দুর্দান্ত শটে সোনা নিশ্চিত করেন। ইয়াও কিয়ানশুন শেষ মুহূর্তে ব্রোঞ্জ জিতলেও ভারতের দুই শ্যুটারই podium-এ প্রথম দুই স্থান দখল করে নেন।

মনু ভাকের বলেন, “ভারতীয় তরুণ শ্যুটারদের এই উত্থান দেখে সত্যিই খুব খুশি লাগছে। সুরুচির পারফরম্যান্স অসাধারণ। আমি চাই সে এই ধারাবাহিকতা বজায় রাখুক এবং আমরা একসঙ্গে ভারতকে এগিয়ে নিয়ে যাই।”

লিমা বিশ্বকাপে ভারতের এই সাফল্য চীনকে টপকে দেশকে পদক তালিকায় শীর্ষে তুলেছে। সুরুচির দুই সোনা, মনুর রূপো এবং সৌরভের একক ব্রোঞ্জ মিলিয়ে ভারতীয় শিবিরে ছিল প্রত্যেকটি রঙের পদক।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks