কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকদের একাংশ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। কিন্তু তাঁরা সৌরভের বাড়িতে পৌঁছানোর আগেই পুলিশ এসে তাঁদের ঠাকুরপুকুর থানায় নিয়ে যায়। সৌরভ পরে সাংবাদিকদের জানান,
“আমাকে দয়া করে রাজনীতির মধ্যে টানবেন না।”
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে এই নাটকীয় ঘটনা ঘটে। চাকরি হারানো ওই তিন শিক্ষক “চাকরিহারা ঐক্যমঞ্চ”-এর সদস্য। তাঁদের দাবি, যাঁদের কোনও দুর্নীতির অভিযোগ নেই, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ চাচ্ছেন।
এক চাকরিচ্যুত শিক্ষক জানান,
“আমরা সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসেছি, কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি, বাংলার গর্ব। আমরা চাই উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের হয়ে কথা বলেন। তাই তাঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে এসেছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য।”
তবে সৌরভের নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেন, পূর্ব নির্ধারিত সাক্ষাৎ না থাকলে সৌরভের সঙ্গে দেখা করা সম্ভব নয়। শিক্ষকরা তখনও অনড় ছিলেন সৌরভের সঙ্গে সরাসরি দেখা করার ব্যাপারে। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং তিনজন শিক্ষককে ঠাকুরপুকুর থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আমন্ত্রণ সংক্রান্ত “প্রক্রিয়াগত বিষয়” নিয়ে আলোচনার জন্য তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায়, সৌরভ গাঙ্গুলিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সংক্ষেপে বলেন,
“দয়া করে আমাকে রাজনৈতিক ইস্যুতে টানবেন না।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সম্প্রতি ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিল করে দেয়, যার জেরে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। তাঁদের মধ্যে বহু জন দাবি করছেন, তাঁরা নিয়ম মেনে পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছিলেন এবং কোনও দুর্নীতির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
চাকরি হারানোদের দাবি, সরকার যদি ইচ্ছা করে তবে “অদোষী” চাকরিপ্রার্থীদের আইনি পথে পুনর্বহাল করতে পারে, এবং এজন্যই তাঁরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন।
তবে সৌরভ গাঙ্গুলিকে ঘিরে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতির বাইরে থাকা সৌরভের জনপ্রিয়তা কাজে লাগাতে চাওয়া এবং তাঁর দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান, উভয়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, চাকরিচ্যুত শিক্ষকরা ২১ এপ্রিল তাঁদের পূর্বঘোষিত নবান্ন অভিযান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।