কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :নয়াদিল্লি:
ইঞ্জিনিয়ারিং পড়াশোনার স্বপ্ন দেখা লাখো পড়ুয়ার জন্য এক গুরুত্বপূর্ণ দিনে, শনিবার জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেইন) – ২০২৫ এর দ্বিতীয় ধাপের ফলাফল। এই বছরের ফলাফলে ২৪ জন পরীক্ষার্থী ১০০ নম্বরের নিখুঁত স্কোর অর্জন করেছেন। তাঁদের মধ্যে একজন মহিলা। রাজস্থান থেকে উঠে এসেছে সর্বাধিক শীর্ষস্থানীয় পরীক্ষার্থীরা।
এনটিএ জানিয়েছে, মোট ৯.৯২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল এই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায়। এই পরীক্ষা দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়।
পরীক্ষা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১১০ জন পরীক্ষার্থীর ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে—এর মধ্যে রয়েছে জাল নথিপত্র জমা দেওয়ার ঘটনাও।
একজন এনটিএ আধিকারিক জানান, “এনটিএ স্কোর মানে প্রাপ্ত শতাংশ নম্বর নয়। এটি হল একটি স্বাভাবিকীকৃত স্কোর, যা একাধিক সেশনের পরীক্ষার মধ্যে তুলনামূলক পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়।”
তিনি আরও ব্যাখ্যা করেন, “প্রতিটি সেশনের পার্থক্য ও প্রশ্নপত্রের কঠিনতার স্তর বিবেচনা করে স্কোরকে ১০০ থেকে ০ পর্যন্ত একটি স্কেলে রূপান্তর করা হয়।”
জেইই (মেইন) পরীক্ষার পেপার ১ এবং পেপার ২-তে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরা জেইই (অ্যাডভান্সড)-এ বসার যোগ্যতা অর্জন করেছেন। এই পরীক্ষার ভিত্তিতে দেশের ২৩টি আইআইটি-তে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) ভর্তির সুযোগ পাওয়া যায়।
এবারের ফলাফল লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং অভিলাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামী মাসগুলিতে অনুষ্ঠিত হবে জেইই (অ্যাডভান্সড) পরীক্ষা, যা দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়াগুলির মধ্যে একটি।
এই বছরেও এনটিএ স্বচ্ছ ও মানসম্পন্ন পদ্ধতিতে পরীক্ষা পরিচালনা করে চলেছে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে এই ফলাফল তাদের জন্য পরবর্তী ধাপের দ্বার খুলে দিল।