কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা, দিল্লি:
দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ে চাঞ্চল্য ছড়ায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ, এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ থেকে ১০ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর ৩টার সময়, এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত পুলিশ উপকমিশনার সন্দীপ লাম্বা। তিনি বলেন,
“ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে, এখনো ৮-১০ জন আটকে রয়েছেন বলে অনুমান।”
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), দিল্লি দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে ব্যাপক জোর দেওয়া হয়েছে। দমকল বিভাগের ডিভিশনাল অফিসার রাজেন্দ্র আতওয়াল জানান,
“রাত ২:৫০ মিনিট নাগাদ একটি ফোন আসে ভবন ধসের খবর দিয়ে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং দেখতে পাই পুরো চারতলা ভবনটি ধসে পড়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। এনডিআরএফ ও দমকল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।”
ঘটনাস্থলে ভারি যন্ত্রপাতি ও ক্রেন এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এলাকা ঘিরে ফেলেছে প্রশাসন। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই দিল্লির মধু বিহার থানা এলাকার কাছে একটি নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে পড়ে এক ব্যক্তির মৃত্যু ও দুইজনের আহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভবন ধসের ঘটনায় প্রশ্ন উঠছে শহরের ভবন নিরাপত্তা ও নির্মাণ তদারকি ব্যবস্থা নিয়ে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভবনটির গঠনগত ত্রুটি এবং যথাযথ অনুমতি ছাড়াই সম্প্রসারণের কাজ চলছিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে, এবং দিল্লি প্রশাসন ও পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।