কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :সল্টলেক, ২২ এপ্রিল:
বহু প্রতীক্ষিত SSC অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে সল্টলেকের করুণাময়ী চত্বরে। একদিকে চাকরিহারাদের জমায়েত, অন্যদিকে SSC ভবনের সামনে দৃষ্টিনন্দন পুলিশি বেষ্টনী। রীতিমতো অবরুদ্ধ কেল্লাতে পরিণত হয়েছে গোটা এলাকা।
SSC ভবনের চারপাশে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস সামলাতে প্রস্তুত র্যাফ, কমব্যাট ফোর্স, উচ্চপদস্থ পুলিশ কর্তারাও উপস্থিত। সমস্ত রাস্তায় ব্যারিকেড, ড্রোনের মাধ্যমে নজরদারি, ভিডিও রেকর্ডিং চালু। এমনকি মাছিও গলা ফেলতে পারছে না এমন পরিস্থিতি।
চাকরিহারাদের সংগঠনের পক্ষ থেকে আগে থেকেই ঘোষণা করা হয়— SSC ভবনের সামনে দুপুর ১২টা থেকে অভিযান শুরু হবে। সেই অনুযায়ী সকাল থেকেই করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত শুরু হয়। হাতে প্ল্যাকার্ড, পোস্টার, স্লোগানে মুখর যুবশক্তি, যারা গত কয়েক বছর ধরে নিজেদের ‘যোগ্য অথচ বঞ্চিত’ বলে দাবি করে আসছেন।
চাকরিহারাদের মূল দাবি একটাই— অবিলম্বে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
একজন চাকরিহারা, অনিন্দ্য সরকার বললেন—“SSC আমাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আমরা হারে হারে লড়েছি, এবার আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন।”
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কয়েকদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ‘যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ’ হতে পারে সোমবার বিকেলে। কিন্তু এখনও পর্যন্ত তা নিশ্চিত নয়। প্রশাসনের একাংশের মতে, যদি তালিকা প্রকাশ না হয়, তাহলে আন্দোলনের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আন্দোলন যাতে শান্তিপূর্ণ থাকে, তার জন্য আগেভাগেই প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা জানান—“গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না।”
এই অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলগুলিও সরব হয়েছে। কেউ কেউ দাবি করছেন, চাকরিহারাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। অন্যদিকে শাসকপক্ষ বলছে, তদন্ত চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।