spot_img
31 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

পাহেলগামে রক্তাক্ত পর্যটন—নিহতের তালিকায় বিদেশি, নৌসেনা, আইবি অফিসার

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিবেদন :কাশ্মীর:


বুজ ঘাসে ঢাকা, পাইনবনের গন্ধমাখা শান্ত পাহাড়ি প্রান্তর। পর্যটকের ভিড়ে সেদিনও প্রাণবন্ত ছিল বাইসারান উপত্যকা— কাশ্মীরের এক টুকরো ‘মিনি সুইৎজারল্যান্ড’। আর সেই শান্ত ছন্দেই হঠাৎ নেমে এল এক বিভীষিকা, যা কাশ্মীরকে আরও একবার রক্তাক্ত করল।
মঙ্গলবার দুপুরে এক নির্মম জঙ্গি হানায় গুলি করে হত্যা করা হয় ২৬ জনকে— যাঁদের মধ্যে ছিলেন দু’জন বিদেশি, এক নৌসেনা আধিকারিক ও এক গোয়েন্দা বিভাগ (IB)–এর অফিসার।

ঘটনাটি সংঘটিত হয় পাহেলগামের ঠিক ছয় কিলোমিটার উপরের বাইসারান ঘাসভূমিতে, যেখানে The Resistance Front (TRF)— লস্কর-ই-তইবা ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন— এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার ভয়াবহতায় মনে পড়ায় ২০১৯ সালের পুলওয়ামা হামার কথা।

চোখের সামনে যা ঘটেছে, তা যেন বিশ্বাস করতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানাচ্ছেন, মুখ ঢাকা সশস্ত্র জঙ্গিরা হঠাৎ হামলা চালায় পর্যটকদের ওপর। শুরুতেই মহিলাদের ও শিশুদের আলাদা করে দেওয়া হয়। তারপর একে একে নাম জিজ্ঞাসা করে পুরুষদের গুলি করা হয়।

পুণের বাসিন্দা আসাবরী জাগদালে কাঁদতে কাঁদতে বলেন, “আমার বাবাকে সামনে ডেকে ইসলামিক আয়াত বলতে বলা হয়। তিনি পারলেন না। গুলি করা হল তিন বার— মাথায়, কানে, পিঠে। আমার কাকাকেও গুলি করে হত্যা করা হয়।”

নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী নৌসেনা অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল— যিনি মাত্র কয়েকদিন আগেই বিয়ে করেছিলেন। আর আইবি অফিসার মানীশ রঞ্জন এসেছিলেন স্ত্রী ও সন্তানের সঙ্গে এলটিসির ছুটিতে।

এই আর্তনাদ ধরা পড়েছে এক পর্যটকের মোবাইল ফুটেজে। হামলার সময়কার সেই ভিডিও এখন ভাইরাল। আতঙ্কে দৌড়ানো, পাহাড়ের খাদে নামার চেষ্টা, কেউ আবার ঝোপের আড়ালে জীবন বাঁচানোর ত্রস্ত চেষ্টা— এই ছিল পুরো উপত্যকার চিত্র।

স্থানীয় ঘোড়াওয়ালা, গাইড ও স্বেচ্ছাসেবকরাই আহতদের কাঁধে তুলে নিচে নামান। তড়িঘড়ি হেলিকপ্টারে করে আহতদের সরানো হয়। তাঁদের অস্থায়ীভাবে পাহেলগাম ক্লাবে রাখা হয় কঠোর নিরাপত্তার মধ্যে।

আসাবরী জানান, হামলাকারীরা বলেছিল, “তোমরা মোদিকে সমর্থন করো— তারই শাস্তি পাবে।” এরপর একে একে পুরুষদের নিশানা করে চলে নির্বিচার গুলি। তিনি বলেন, “স্থানীয় কিছু মানুষও তখন আয়াত পড়ছিলেন— হয়তো প্রাণ বাঁচাতে।”

হামলার পর মুহূর্তে বদলে যায় পাহেলগামের চিত্র। বিকেল হতেই পর্যটকেরা স্থান ত্যাগ করেন। রেস্তোরাঁ, হোটেল, ট্যুরিস্ট লজ সবই ফাঁকা।
সেনা, পুলিশ, সিআরপিএফ ও এলিট প্যারা-কমান্ডোদের একযোগে তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থল কর্ডন করে ব্যাপক চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

প্রশাসনের মতে, হামলাটি ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ নাগরিক হত্যাকাণ্ড। এর আগে অমরনাথ যাত্রাপথে, গণশ্রমিক ও চিকিৎসকদের উপর হামলার নজির থাকলেও— এভাবে পর্যটকদের ঘিরে পরিকল্পিতভাবে নাম জিজ্ঞাসা করে হত্যার ঘটনা নজিরবিহীন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে থাকলেও তৎক্ষণাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেন। এক্সে (পূর্বতন টুইটার) তিনি লেখেন, “এই বর্বরোচিত হামলার জবাব কড়া ভাবেই দেওয়া হবে।”

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks