কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার, কলকাতার শালিমার স্টেশনে অভিযান চালিয়ে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল ভারতীয় মুদ্রা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সৌমেন পাল (৩৩)। বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায়। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, তার কাছ থেকে মোট দুই লক্ষ আশি হাজার টাকার (₹২,৮০,০০০) জাল ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। সমস্ত নোটই ছিল ₹৫০০ মূল্যমানের।
📦 কীভাবে ধরা পড়ল পাচারকারী?
গোপন সংবাদের ভিত্তিতে এসটিএফ-এর একটি বিশেষ দল শালিমার স্টেশনে ওঁত পেতে ছিল। সন্দেহজনক গতিবিধি দেখে সৌমেনকে আটকানো হয়। তার বহন করা ব্যাগ তল্লাশি করে বিশাল পরিমাণ জাল নোট উদ্ধার হয়।
🛤️ কোথায় যাচ্ছিল এই জাল টাকা?
জিজ্ঞাসাবাদে সৌমেন জানিয়েছে, সে মুর্শিদাবাদ থেকে এই জাল টাকা সংগ্রহ করেছিল এবং তা মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। মুম্বইয়ে তার যোগাযোগের ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিয়ে মোটা অঙ্কের লাভের আশায় ছিল সে।
👮♂️ পরবর্তী আইনি পদক্ষেপ:
ঘটনার পর শালিমার জিআরপি থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান পেতে তদন্ত চলছে। খুব শীঘ্রই গোটা নেটওয়ার্কের রহস্য উদঘাটন করা হবে বলে আশাবাদী পুলিশ।
🔎 জাল নোটের নেপথ্যে মুর্শিদাবাদ:
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জেলার একাংশ জাল নোট চক্রের আঁতুড়ঘর হয়ে উঠেছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে বহু পাচারকারী সক্রিয়, যারা জাল মুদ্রা দেশের অভ্যন্তরে সরবরাহ করে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পাচারের চেষ্টা দেশের আর্থিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ফলে নিরাপত্তা সংস্থাগুলির তরফ থেকে সীমান্তবর্তী অঞ্চল ও গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে নজরদারি আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে।