spot_img
29 C
Kolkata
Thursday, May 8, 2025
spot_img

আবারও সেই জাদু—‘স্পিড’ এর যুগল ফিরছে রোমান্টিক থ্রিলারে!

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :বিনোদন :

কসময় ‘স্পিড’ গাড়ির গতি থামলেই জীবন থেমে যেত। তারপর ‘দ্য লেক হাউস’—যেখানে প্রেম চলেছিল সময়ের সীমানা পেরিয়ে, অতীত-ভবিষ্যতের দুরত্বে। এবার সেই জাদুকরি জুটি—কিয়ানু রিভস এবং স্যান্ড্রা বুলক—আবার পর্দায় ফিরছেন। নতুন এক রোমান্টিক থ্রিলারে। নতুন এক গল্পে। নতুন এক আবেগে।

Amazon MGM Studios-এর ব্যানারে তৈরি হতে চলেছে এই নতুন প্রজেক্ট। যদিও ছবির নাম এখনো ঘোষণা করা হয়নি, তবু প্রযোজক সংস্থা জানিয়েছে, এটি হবে “propulsive”—অর্থাৎ গতিময়, অথচ আবেগপ্রবণ। অর্থাৎ থ্রিলারের উত্তেজনার সঙ্গে থাকবে রোমান্সের কোমল ছোঁয়া।

এ ছবিতে শুধু অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বও নিয়েছেন দুজনেই। স্যান্ড্রা বুলক তাঁর Fortis Films-এর ব্যানারে এবং কিয়ানু রিভস প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন মার্ক গর্ডন ও বিবি ডান (The Mark Gordon Company), এবং প্রোলগ এন্টারটেইনমেন্ট-এর নোয়া ওপেনহেইম ও সারাহ ব্রেমনার।

‘স্পিড’ আর ‘লেক হাউস’—দুই সিনেমায় কিয়ানু-স্যান্ড্রার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করে। বাস্তব জীবনের বন্ধুত্বের গভীর ছায়া পড়েছিল তাদের চরিত্রেও। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে—এই খবরে রোমাঞ্চিত নেটদুনিয়া।

এই ছবির বিষয়বস্তু, মুক্তির তারিখ বা অন্যান্য চরিত্র নিয়ে এখনই কিছু জানানো হয়নি। তবে হলিউডে যখন দু’জন আইকনিক তারকা হাত মেলান, তখন গল্প যতই গোপন থাক, উত্তেজনা ছড়াতে বেশি সময় লাগে না।

রোমান্স আর থ্রিলের এই নতুন সমীকরণে কেমন আবেগের বিস্ফোরণ ঘটান কিয়ানু-স্যান্ড্রা—তা জানার জন্য অপেক্ষা শুরু হয়েছে এখন থেকেই। সিনেমার নাম না থাকলেও, স্মৃতির পাতা জুড়ে এখনই নাম লেখাতে শুরু করে দিয়েছে তাঁদের তৃতীয় পর্দাজুটি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks