spot_img
27 C
Kolkata
Thursday, May 8, 2025
spot_img

দুর্ঘটনার ধাক্কা, ভাঙা হাড়… কিন্তু লড়াইয়ে অবিচল পবনদীপ

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিনিধি: 

নয়ডা:

গান দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া পবনদীপ রাজন এখন হাসপাতালের শয্যায়। ভাঙা হাড়, মাথায় চোট—তবুও লড়াই জারি। “ইন্ডিয়ান আইডল সিজন ১২”-এর এই জনপ্রিয় বিজেতা এখন নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন, স্থিতিশীল ও সচেতন অবস্থায়।

উত্তরাখণ্ডের বাসিন্দা এই গায়ক সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের আমরোহা জেলার গজরৌলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। সময়টা ছিল রাত আড়াইটে, জাতীয় সড়ক ৯-এর উপর চৌপালা চৌরাহা ওভারব্রিজের কাছে তাঁর গাড়ি ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ক্যান্টার ট্রাকে। জানা গেছে, ট্রাকটি অকেজো হয়ে পড়েছিল এবং পুলিশের সার্কেল অফিসারের অফিসের কাছেই রাস্তার পাশে রাখা ছিল।

দুর্ঘটনায় শুধু পবনদীপ নয়, গাড়িচালক রাহুল সিং এবং আরেক সহযাত্রী অজয় মেহরাও আহত হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার জটিলতা বুঝে তাঁদের নয়ডার ফোর্টিস হাসপাতালে রেফার করা হয়।

ফোর্টিস হাসপাতালের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “দুর্ঘটনায় পবনদীপের একাধিক অস্থিতে চোট লেগেছে। মাথাতেও আঘাত রয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। ধাপে ধাপে একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।”

গজরৌলা থানার ভারপ্রাপ্ত অফিসার অখিলেশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। চলছে আইনি প্রক্রিয়া।

এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগে ফেটে পড়েন পবনদীপের অনুরাগীরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই গিয়ে দাঁড়ান দুর্ঘটনাস্থলে। দ্রুত নয়ডা পৌঁছে যান পবনদীপের পরিবারও।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে টুইট করে লেখেন, “পবনদীপ রাজনের সড়ক দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। দেবভূমির এই গর্বের সন্তানের দ্রুত আরোগ্য কামনা করি।”

গানের জগতে পবনদীপের উত্থান ছিল একেবারেই এক নতুন যাত্রার প্রতিচ্ছবি। আর আজ, হাসপাতালে শুয়েও তাঁর সেই লড়াইয়ের মনোভাবেই আস্থা রাখছে তাঁর পরিবার, বন্ধু, অনুরাগীরা।

গান থেমে যায়নি, সুর হয়তো ক্ষণিক থমকে গেছে—তবে পবনদীপের জেদী মন এখনও গাইছে জীবনের গান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks