কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিবেদন :
পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’-এর পরপরই বদলে গেল উত্তর ভারতের আকাশপথের দৃশ্যপট। মঙ্গলবার মধ্যরাত থেকে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু, শ্রীনগর, লে, ধরমশালা এবং অমৃতসর-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর।
বলা হচ্ছে, এই সিদ্ধান্ত সাময়িক। তবে প্রতিরক্ষা মহলে তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে এই পদক্ষেপকে।
ভারতীয় বায়ুসেনার উচ্চ-পর্যায়ের অপারেশন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিমানবন্দরগুলি থেকে কোনও উড়ান ওঠা বা নামা হচ্ছে না।
স্পাইসজেট জানিয়েছে— “জম্মু, শ্রীনগর, লে, ধরমশালা ও অমৃতসর বিমানবন্দর এখন বন্ধ। যাত্রীদের বিকল্প ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।”
এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তরফেও জানানো হয়েছে, শুধু কাশ্মীর-লাহৌর সীমান্তঘেঁষা নয়, চন্ডীগড়, ভুজ, জামনগর, রাজকোট, যোধপুর এবং বিকানের থেকেও সাময়িকভাবে বাতিল করা হয়েছে বহু ফ্লাইট।
বিশ্লেষকদের মতে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’ মূলত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করেই চালানো হচ্ছে। বালাকোটের ছায়া মাথায় রেখেই স্পষ্টতই আরও একটি সাবধানী ও কৌশলী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এই ফ্লাইট স্থগিতাদেশ।
নিরাপত্তা সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, অপারেশন সিন্দুর-এর সময়কালে যেকোনও সম্ভাব্য প্রতিশোধমূলক জবাবের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই, উত্তর ভারতের যে বিমানবন্দরগুলি সীমান্তের খুব কাছাকাছি, সেগুলিকে “নো-ফ্লাই জোন” করে রাখা হয়েছে বুধবার দুপুর ১২টা পর্যন্ত। তারপর পরিস্থিতি বিচার করে পুনর্মূল্যায়ন হবে।
যাঁদের আগামী ২৪ ঘণ্টায় ওই অঞ্চলগুলির উদ্দেশে যাত্রার পরিকল্পনা রয়েছে, তাঁদের এয়ারলাইন সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।
🛑 যে বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে বর্তমানে:
-
জম্মু
-
শ্রীনগর
-
লে
-
ধরমশালা
-
অমৃতসর
-
যোধপুর
-
রাজকোট
-
ভুজ
-
জামনগর
-
চন্ডীগড়
-
বিকানের (আংশিক ব্যাহত)
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিকেলে প্রতিরক্ষা মন্ত্রক এবং ডিজিসিএ-র বৈঠকের পরেই পরিস্থিতির পরবর্তী পদক্ষেপ স্থির হবে।